রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
Homeআমেরিকাঅন্য রকম একটি দিন

অন্য রকম একটি দিন

মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩)
সারাটি দিন ছিলো একেবারেই অন্য রকম। আমেরিকা প্রবাসী সাংবাদিক প্রিয়জন আবু নসরের আমন্ত্রণে সাংবাদিকদের অনেকগুলো পরিবার একসাথে হয়েছিলেন গ্রীনহেভেন রিসোর্টে। দিনের প্রতিটি মুহূর্ত ছিলো প্রাণময়। নৃৃত্যময় গান ছিলো, হাসি ছিলো, স্পোর্টস ছিলো, ছিলো সখের হাউজি। দড়ি টানাটানি হয়েছে নারী বনাম পুরুষ। নারীদল মুহূর্তেই হারিয়ে দিয়েছে পুরুষদের। নারীদল যখন জিতে গেলো; অবাক হয়ে দেখলাম, মেয়েদের কাছে হেরে গিয়ে পুরুষদের সেকি আহলাদ; তারা আনন্দে আটখানা।

প্রসঙ্গত সাংবাদিক -সম্পাদক আবু নসর ভাই সম্পর্কে কিছু কথা না লিখলেই নয়। আমার মতো আরও অনেক সাংবাদিকের অতি আপনজন আবু নসর এক সময় তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নবচেতনার সম্পাদক ছিলেন।

সহকর্মী ও বন্ধুদের সাথে তাঁর সম্পর্ক পরম আত্মীয়ের মতো। খুব সহজেই পরকে আপন করে নেয়ার এক অসাধারণ গুণ রয়েছে তাঁর। গুণীমানুষের কদর করতে তিনি কখনই ভুল করেন না। তাঁর বড় মন ও চিত্তের সৌন্দর্য খুব সহজেই অনুভব করা যায়। বর্তমানে তিনি বসবাস করছেন নিউজার্সির এগহারবার টাউনশিপে। সেখান থেকে পরিচালিত হচ্ছে বাংলা গ্লোব নামে একটি নিউজপোর্টাল। তিনি বাংলাগ্লোবের সম্পাদক।। নিউজার্সির বাংলাভাষী প্রবাসীদের প্রিয় পোর্টাল এই বাংলা গ্লোব।

দূরদেশে থাকলেও তাঁর অন্তুরজুড়ে রয়েছে বাংলাদেশ এবং তাঁর প্রিয় সাংবাদিক কমিউনিটি। অতীতের মতো আবু নসর এখনও, দূরে থেকে তিনি হৃদয় প্রসারিত করে সাথে থাকেন সাংবাদিক স্বজন-সহকর্মীদের আনন্দ-বেদনায়। সম্পাদক আবু নসর চমৎকার গান লিখেন। একজন গীতিকার হিসাবেও তিনি সফল।

নসর ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এই পারিবারিক উৎসবের দুই আহ্বায়ক ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া ও সাংবাদিক আতাউর রহমান এর প্রযত্নশীলতা ; সেও ছিলো মুগ্ধ হওয়ার মতো। তাঁদের জানাই আন্তরিক সাধুবাদ।

ফয়েজুস সালেহীনের ফেসবুক থেকে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img