আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত দুই নভেম্বর, বুধবার সন্ধ্যায় আটলান্টিক কাউন্টির কমিশনার প্রার্থী হাবিব রেহমানের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আটলান্টিক সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত এই নির্বাচনী সমাবেশে আগামী আট নভেম্বর , মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীরা সহ আটলান্টিক কাউন্টির বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন।



ডেমোক্র্যাটিক নেতা মোঃ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী টিম আলেকজান্ডার, আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান আনজুম জিয়া, প্লেজেণ্টভিলের কাউন্সিলম্যান ডেভেন পোর্ট,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমদ, আমের কাশ্মীরি, আসলাম শেখ প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা হাবিব রেহমানের নিরঙ্কুশ বিজয় কামনা করেন।



আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান মাইকেল সুলেমান আগামী আট নভেম্বর , মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীদের ‘এ কলামে’ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।



হাবিব রেহমান তাঁর বক্তব্য বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে ডেমোক্র্যাটিক পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। আগামী আট নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে কমিশনার পদে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্হিত ছিলেন।