শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত দুই নভেম্বর, বুধবার সন্ধ্যায় আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির উদ্যোগে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নিউ জারসি রাজ্যের ফার্ষ্ট লেডি টামি মারফি।

আটলান্টিক সিটির আইরিশ পাবে অনুষ্ঠিত এই ফান্ড রাইজিং ডিনারে আগামী আট নভেম্বর , মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীরা সহ দলের বিভিন্ন স্তরের নেতা- কর্মীরা উপস্হিত ছিলেন।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান মাইকেল সুলেমান অনুষ্ঠানে উপস্হিত সুধীজনদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
স্বাগত বক্তব্যে মাইকেল সুলেমান আগামী আট নভেম্বর , মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থীদের ‘এ কলামে’ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।

মাইকেল সুলেমানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি টামি মারফি বক্তব্য রাখেন।তিনি বলেন, অতীতের যেকোন সময়ের থেকে ডেমোক্র্যাটিক পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। আগামী আট নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী টিম আলেকজান্ডার,কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী আরনেস্ট করসি, আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া ,আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা হুয়ান লি, আমের কাশ্মীরি সহ ডেমোক্র্যাটিক দলীয় নেতা- কর্মীরা উপস্হিত ছিলেন।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান মাইকেল সুলেমান ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠান সফল করায় উপস্হিত সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img