আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জার্সির আটলান্টিক সিটিতে অন্নকূট উৎসব উদ্যাপিত হয়েছে। শ্যামা পূজার পরদিন পঁচিশ অক্টোবর, মঙ্গলবার আটলান্টিক সিটির ৩০১৭ ল্যান্ডমার্ক কোর্ট এর ভেনুতে অন্নকূট উৎসব উদ্যাপিত হয়। এই উৎসব গোবর্ধন পূজা হিসেবেও পরিচিত।
শাস্ত্রমতে স্বর্গের দেবতা ইন্দ্র কর্তৃক সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসী ও গোধন রক্ষাকল্পে ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে বৃন্দাবনবাসী ও গোধনের আশ্রয়ের ব্যবস্থা করেন। এই দিনটিকে স্মরণ করে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা গোবর্ধন পূজা ও দেবতার উদ্দেশ্যে শতাধিক পদের উপাচার নিবেদন করে থাকে, যা অন্নকূট উৎসব হিসেবে পরিচিত।
আটলান্টিক সিটিতে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অন্নকূট উৎসব উপলক্ষে ওই দিন ৩০১৭ ল্যান্ডমার্ক কোর্ট এর ভেনুতে বিভিন্ন পদের উপাচার নিয়ে সমবেত হন। পুরোহিতের পূজার্চনা শেষে ভক্তকূলের অন্নকূট উৎসবের মহাপ্রসাদ আস্বাদন করার মধ্য দিয়ে অন্নকূট উৎসবের সমাপ্তি ঘটে।