আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আটলান্টিক সিটিতে আগামী ১৫ মে, রবিবার সন্ধ্যায় ‘নরসিংহ চতুর্দশী’ পালিত হবে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে ৩০১৭, ল্যান্ডমার্ক কোর্ট এর ভেনুতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ’নরসিংহ চতুর্দশী’ পালিত হবে। ’নরসিংহ চতুর্দশী’র বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পুজা অর্চনা, গীতা পাঠ, কথামালা,মালা জপ, কীর্তন ইত্যাদি।
ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ । প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রীবিষ্ণু আবির্ভূত হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে। যে দিনে শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে ‘নরসিংহ জয়ন্তী’ হিসেবে মান্য করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিটি ‘নরসিংহ চতুর্দশী’ হিসাবে উদযাপিত হয়।
ধর্মীয় গ্রন্থ অনুসারে, এই তিথিতে ভগবান বিষ্ণু, নরসিংহের অবতার হয়ে অসুরদের রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এটি ভগবান বিষ্ণুর দশটি বড় অবতারের মধ্যে চতুর্থ অবতার।
আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো ’নরসিংহ চতুর্দশী‘ পালিত হতে যাচ্ছে।
আয়োজকরা আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ‘নরসিংহ চতুর্দশী‘ পালন অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
‘নরসিংহ চতুর্দশী‘ পালন অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
আটলান্টিক সিটিতে প্রথমবারের মতো ’নরসিংহ চতুর্দশী‘ পালিত হওয়ার সংবাদে প্রবাসী হিন্দু কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।