সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি থেকে: গত ১১ জুলাই, সোমবার সন্ধ্যায় দ্য ন্যাশনাল এসোসিয়েশান ফর দ্য এডভান্সমেণ্ট অব কালারড পিপল (এনএএসিপি)র আটলান্টিক সিটি চ্যাপ্টারের
নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। ঐদিন সন্ধ্যা সাতটায় ডিজিটাল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সভায় সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি আটলান্টিক সিটির কাউন্সিলম্যান কলিম শাহবাজ।
এনএএসিপির সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং সভায় যোগদানকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এছাড়া সংগঠনের নেতৃবৃন্দ আটলান্টিক সিটির কনভেনশন হলে আগামী চৌদ্দ জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এনএএসিপির “জাতীয় কনভেনশন” সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং জাতীয় কনভেনশন সফল করার জন্য সবার সহযোগীতা কামনা করেন।

জনাব কলিম শাহবাজ আগামী ১৫ জুলাই, শুক্রবার বিকেলে আটলান্টিক সিটির সেন্ট জেমস এএমই গীর্জায় এনএএসিপি-র উদ্যোগে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে যোগ দিয়ে তা সফল করার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে নিউ জারসি রাজ্যের লে. গভর্নর শীলা অলিভার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। নিউ জারসি রাজ্যের ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল ম্যাথুউ জে প্ল্যাটকিন উক্ত অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখবেন। এনএএসিপির আজকের সভায় কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী টিম আলেকজান্ডার, অঞ্জলি শাহবাজ, কনস্ট্যান্স ডেস চ্যাপম্যান, জেফ ডরসি, অ্যান্থনি কার্সন ব্রাউয়ার, করটেজ মার্টিন,জুদা ডরিংটন, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ অংশগ্রহন করেন।