বুধবার, জুন ৭, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক সিটিতে এনএএসিপি-র উদ্যোগে “ল এনফোরসমেণ্ট এন্ড কমিউনিটি ইভেন্ট” অনুষ্ঠিত

আটলান্টিক সিটিতে এনএএসিপি-র উদ্যোগে “ল এনফোরসমেণ্ট এন্ড কমিউনিটি ইভেন্ট” অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি থেকে: গত ১৫ জুলাই, শুক্রবার দ্য ন্যাশনাল এসোসিয়েশান ফর দ্য এডভান্সমেণ্ট অব কালারড পিপল (এনএএসিপি)র আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে “ল এনফোরসমেণ্ট এন্ড কমিউনিটি ইভেন্ট” অনুষ্ঠিত হয়।

আটলান্টিক সিটির সেন্ট জেমস এএমই গীর্জায় বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিউ জারসি রাজ্যের ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল ম্যাথুউ জে প্ল্যাটকিন অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন এনএএসিপির আটলান্টিক সিটি চ্যাপ্টারের সভাপতি আটলান্টিক সিটির কাউন্সিলম্যান কলিম শাহবাজ।
ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল ম্যাথুউ জে প্ল্যাটকিন অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে সাধারন জনগনের সম্পর্ক আরও নিবিড় ও ঘনিষ্ঠ করার লক্ষ্যে বিভিন্ন কর্মপন্থা তুলে ধরেন। তিনি অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে নিউ জারসি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস এ সারকোস,, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির কাউন্সিলরবৃন্দ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা যোগ দেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img