বুধবার, জুন ৭, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক সিটিতে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত

আটলান্টিক সিটিতে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – নিউজার্সির আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিএ ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
গত নয় জুলাই, শনিবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি আমেরিকান মুসলিম সম্প্রদায় সহ বিপুল সংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। ঐদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল।

মসজিদ আল হেরা- আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভেনিউস্থ বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত আল হেরা মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেয়। ঈদের নামাজ আদায় শেষে খুৎবা প্রদান করা হয়, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। এখানে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি- বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলাও এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন মওলানা আব্দুর রহমান আল মাদানী।

জিম হুইলান বোর্ডওয়াক হল- আটলান্টিক সিটির ২৩০১ বোর্ডওয়াকে অবস্হিত “জিম হুইলান বোর্ডওয়াক হল”এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।ঈদ জামাতে ইমামতি করেন শেখ মুআদ। এখানে মহিলাদের ঈদের নামাজ আদায়ের সুব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলা ঈদ জামাতে অংশ নেন।

এছাড়া আটলান্টিক সিটির মসজিদ মুহাম্মদ সহ অন্যান্য মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটি সংলগ্ন এগ হারবার টাউনশীপ, এবসিকন, গ্যালাওয়ে, নর্থফিল্ড সহ অন্যান্য শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুসলিমরা তাদের সুবিধাজনক স্থানে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ আদায় শেষে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে মুসল্লিরা পরস্পরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রবাসে বসবাসরত সকলকে ঈদের শুভেচছা জানান , বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ , পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটি অথরিটির সহ সভাপতি মোঃ দিদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউজার্সী স্টেট সাউথ এর সভাপতি সৈয়দ মোঃ কাউছার, সাধারন সম্পাদক এম রহমান বাবুল, সাউথজার্সী মেট্রো আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক, সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান প্রমুখ ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img