আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটিতে দক্ষিন এশীয় ডেমোক্র্যাট ককাসের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ মে, বুধবার বিকেলে স্হানীয় একটি ভেনুতে এই সভা অনুষ্ঠিত হয়।
আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইকেল সুলেমানের সভাপতিত্বে ও আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবীব রেহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটি পারসন সুব্রত চৌধুরী,ডেমোক্র্যাটিক নেতা মো: দিদার, আলমগীর খান,ক্রিনাল প্যাটেল,বিকাশ প্যাটেল,নাসির শেখ, নি লু প্রমুখ । এছাড়া ডেমোক্র্যাটিক কমিটি পারসন সৈয়দ মো: কাউসার ও সুরজিৎ চৌধুরী সভায় যোগ দেন।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মাইকেল সুলেমান আগামী নির্বাচনে সফল হওয়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, নির্বাচনে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য সকল ভোটারকে ঘর থেকে বের করে কেন্দ্রে এনে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য এখন থেকেই ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, অভিবাসীদের অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবীব রেহমান ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটির মধ্যে ঐক্য গড়ে তোলার এবং ভোট কেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ উপস্হিতির ওপর জোর দেন।
নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।