বুধবার, জুন ৭, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা” যেন এক খণ্ড বাংলাদেশ

আটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা” যেন এক খণ্ড বাংলাদেশ

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে যেন গত ঊনিশ জুলাই, মংগলবার জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ।

প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সন্মুখস্থ সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা – ২০২২”। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল কৃতি ছাএ-ছাএী সম্বর্ধনা, আইভি লীগ কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, রেফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান।

’বাংলাদেশ মেলা’র মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়ার মনোজ্ঞ বাউল সংগীত পরিবেশনা।

বাংলাদেশ মেলা”য় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলাণ্টিক সিটির স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল , আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কারটজ, কাউন্সিলওম্যান এট লারজ মার্শাল স্টিফ্যানি, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজান্ডার, আটলান্টিক কাউন্টির কমিশনার প্রার্থী হাবীব রেহমান, নিউজারসি রাজ্যের প্রাক্তন সিনেটর ক্রিস ব্রাউন সহ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদস্থ কর্মকর্তারা।

বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকে।বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়।তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে।সময়ের সাথে পাল্লা দিয়ে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এক সময় মেলা প্রাঙ্গণ জনারণ্যে পরিনত হয়।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বিকেল সাড়ে ছয়টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন ফজলুল কাদের ফাউন্ডেশন এর সভাপতি মো: ফজলুল কাদের।রিয়েলস্টেট ব্যবসায়ী জনাব নুরুল আজিম,জ্যাকসন হাইট বাংলাদেশী ব্যবসায়ী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন।
এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,বাংলাদেশ
মেলার আহবায়ক কুতুবউদদীন এমরান, সদস্য সচিব মনিরুজামান মনির সহ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, মোঃ জাকিরুল ইসলাম খোকা, কুতুবউদদীন এমরান, মোঃ মনিরুজজামান প্রমুখ ।

বাংলাদেশ মেলায় লাইফ টাইম এচিভমেণ্ট এ্যাওয়াড দেওয়া হয় আটলান্টিক সিটির হোমটাউন হিরো এ্যাওয়াড বিজয়ী বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও বিএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকাকে।

বাংলাদেশ মেলা উপলক্ষে বিএএসজে সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার এর সম্পাদনায় প্রকাশিত স্মরণিকা “বিস্ময়” এর মোড়ক মেলার মঞ্চে উন্মোচন করেন বিএএসজে নেতৃবৃন্দ ।

বাংলাদেশ মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়।বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান।

বাংলাদেশ মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরী, রোকসানা মির্জা,আফজাল হোসেন, কামরুজামান বকুল, মেহজাবিন প্রমুখ । তারা বিভিন্ন ধরনের জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের বিমোহিত করে রাখে। বাংলাদেশ মেলায় উপস্থিত হাজার হাজার শ্রোতা শিল্পীদের গানের সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।

বাংলাদেশ মেলার ব্যতিক্রমী আয়োজন ছিল ‘এলইডি রোবট’ এর মনোজ্ঞ পরিবেশনা। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img