শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক সিটিতে বিএএসজে ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন প্রদান

আটলান্টিক সিটিতে বিএএসজে ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন প্রদান

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ১৯ মে, বৃহস্পতিবার কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়। এদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন গ্রহণ করার সুযোগ পায়।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন জানান, সাম্প্রতিক সময়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই সময় কোভিড ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় তাঁরা বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির
লোকজন কোভিড ভ্যাকসিন গ্রহণ করায় এবং এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img