সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জারসি রাজ্যের বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির জনসংযোগ ও প্রচার সম্পাদক মো: বেলাল হোসেনের পিতা মরহুম হাজী জালাল আহমদ ভূঁইয়া ও মাতা মরহুমা মোসানা বেগমের আত্মার মাগফেরাত কামনায় গত ৩১ মে, মংগলবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ ওইদিন রাতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম হাজী জালাল আহমদ ভূঁইয়া ও মরহুমা মোসানা বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস আজিমউদ্দিন ।


দোয়া মাহফিলে আটলান্টিক সিটি ও এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুম হাজী জালাল আহমদ ভূঁইয়া ও মরহুমা মোসানা বেগমের জন্য দু‘হাত তুলে দোয়া করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।
মোঃ বেলাল হোসেন দোয়া মাহফিলে যারা অংশগ্রহন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।