আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে গত ষোলো এপ্রিল, শনিবার বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার সাধারন সম্পাদক জনাব মো: রিয়াজ চৌধুরীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


ইফতারের পূর্বে জনাব মো: রিয়াজ চৌধুরী ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ব মানবতার সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মসজিদ আল হেরার মুহাদ্দিস আজিম উদ্দিন ।



করোনা মহামারির ভয়াবহতা কাটিয়ে ওঠায় এবছর ধর্মপ্রাণ মুসলিমরা স্বতস্ফূর্তভাবে ইফতার মাহফিলে যোগ দেন।
আটলান্টিক কাউনটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।
নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।