সুব্রত চৌধুরী
গত ২২ মার্চ , ২০২২, মংগলবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।


আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।
ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১০৯ , উত্তর ফ্লোরিডা এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্ম গ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা , ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, তৃপ্তি সরকার, সজল দাশ,মিনু নন্দী, ধীমান পাল, শুক্লা পাল, সুমি মজুমদার, দীপা দে, রানা দাশ, প্রভীন আমবরে, ইন্দিরা চৌধুরী প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।