আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ১ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে কমিশনার এট লারজ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমান এর উদ্যোগে অনুষ্ঠিত ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টির গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।


হাবিব রেহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, এসিএমইউএর ভাইস চেয়ারম্যান মো: দিদার, পাকিস্তান আমেরিকান মুসলিম অরগানাইজেশন এর পক্ষে মিয়া তারিক, পাকিস্তানী আমেরিকান অব আটলান্টিক কাউন্টির পক্ষে ফকির আজম ও মো: আলমগীর, আটলান্টিক সিটি মার্চেণ্ট এসোসিয়েশন এর পক্ষে আমীর কাশ্মীরি, সোহেল মালিক, আসলাম শেখ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন আনজুম জিয়া।



আলোচকরা আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে হাবিব রেহমানের মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা কমিশনার এট লারজ পদে প্রার্থী মনোনয়নে দূরদর্শীতার জন্য আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমানের ভূয়সী প্রশংসা করেন।
আলোচকরা আগামী নভেম্বরের নির্বাচনে হাবিব রেহমানকে কমিশনার এট লারজ পদে জয়ী করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।