আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আগামী দুই জুলাই, শনিবার ইসকন অব সেন্ট্রাল নিউজারসির উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হবে। ঐদিন দুপুর দুইটায় আটলান্টিক সিটির বোর্ডওয়াক সংলগ্ন নিউ জারসি এভিনিউ থেকে এই রথযাত্রা শুরু হয়ে কেনেডি প্লাজায় এসে শেষ হবে।
রথযাত্রার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মানবতার মঙ্গল কামনা করে প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি।
ইসকন কর্মকর্তাবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রার কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহন করে রথযাত্রা উৎসব সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বিগত ২০০৬ সাল থেকে আটলান্টিক সিটিতে ইসকনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।