আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের স্থপতি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হবে ।
আগামী সতেরো মার্চ, বৃহস্পতিবার রাতে এই উপলক্ষে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউর ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান, কেক কাটা, কথামালা ও কবিতা পাঠ।

সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্তে সভাপতি আব্দুর রফিক ও সাধারন সম্পাদক কুতুবউদদীন এমরান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য আওয়ামী লীগের নেতা , কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন।