আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আগামী ২০ জুন, মঙ্গলবার নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হবে।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে ওইদিন সন্ধ্যা ছয়টায় ১৪১১, পেনরোজ এভিনিউস্থ প্রবাসী হিন্দুদের প্রার্থনা হলে রথযাত্রা উদযাপিত হবে।
রথযাত্রার বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে জগন্নাথ দেবের পূজার্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মানবতার মঙ্গল কামনা করে প্রার্থনা, মহাপ্রসাদ বিতরন ইত্যাদি।
রথযাত্রার আয়োজকরা প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদেরকে রথযাত্রার কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহন করে রথযাত্রা উৎসব সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।