আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ২১ জুন,২০২২, মঙ্গলবার, ‘ধর্মসভা’ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায় এর উদ্যোগে নিয়মিত এই মাসিক ধর্মসভার আয়োজন করা হয়ে থাকে।
ওইদিন সন্ধ্যা ছয়টায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিতব্য ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভার আয়োজকরা আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মাসিক এই ধর্মসভায় অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
ধর্মসভা শেষে ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।