শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো সিটি হলের কোর্ট ইয়ার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস...

আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো সিটি হলের কোর্ট ইয়ার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৯ মার্চ, মঙ্গলবার দুপুরে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ওইদিন দুপুর সাড়ে বারোটায় (স্থানীয় সময়) সিটি হল (নগর ভবন) এর সন্মুখস্থ কোর্ট ইয়ার্ডে এই উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কথামালা, সম্মাননা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, দেশের গানের সমন্বয়ে অনুষ্ঠানের ডালি সাজানো হয়েছিল।

আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। এছাড়া নিউ জারসি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর প্রতিনিধি, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বীতাকারী টিম আলেকজান্ডার, কমিশনার এট লারজ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমান সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে মাননীয় মেয়র মহোদয় কর্তৃক বাংলাদেশের লাল সবুজ পতাকার রংয়ের সাথে মিলিয়ে লাল সবুজ বেলুন ওড়ানোর মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এই সময় ফ্ল্যাগ স্ট্যান্ডে সগর্বে পতপত করে উড়ছিল বাঙালির অহংকার লাল সবুজের পতাকা।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সূচনা বক্তব্যের পর সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ,পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, জেফ ডরসি, মিমি নিমবো, সংগঠনের ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক প্রমুখ ।

মাননীয় মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদেরকে স্বাধীনতা দিবসের শুভেচছা জানান এবং আটলান্টিক সিটিতে বহুজাতিক সমাজ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশের সূর্য সন্তান দুই বীর মুক্তিযাদ্ধা জাহাংগির হোসেন ভূঁইয়া ও সাঈদ এহসান এর নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি সন্মান জানিয়ে সিটি মেয়র মার্টি স্মলের স্যালুট প্রদান। এই সময় গর্বে, অহংকারে , উচ্ছাসে, আনন্দে অনুষ্ঠানে উপস্হিত প্রবাসী বাংলাদেশিরা তুমুল করতালিতে কোর্ট ইয়ার্ড মুখরিত করে তোলেন।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর পক্ষে তাঁর প্রতিনিধি, নিউ জারসি রাজ্য সিনেটর ভিনসেন্ট পলিস্তিনা, এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, ক্লারি এস সুইফট এর পক্ষে ডন গার্ডিয়ান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের হাতে প্রোক্লেমেশন তুলে দেন। ডন গার্ডিয়ান প্রোক্লেমেশন পড়ে শোনান যাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে উল্লেখ করেন এবং শেষ করেন প্রোক্লেমেশনে উল্লেখিত বাঙালির অহংকারের শ্লোগান ‘জয় বাংলা’ উচ্চারণ করে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাননীয় সিটি মেয়র ছয়জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রাপ্তরা হলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, জাকিরুল ইসলাম খোকা, মো: গিয়াসউদদীন, চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদ্স্য সুব্রত চৌধুরী। এছাড়া আয়োজক সংগঠনের পক্ষ থেকে মাননীয় মেয়রকে স্বাধীনতা দিবসের ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ করেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী ও দেশের গান পরিবেশন করেন উওর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী শীলা আজিজ।

আটলান্টিক সিটির ইতিহাসে এই প্রথমবারের মতো সিটি হল (নগর ভবন) এর সন্মুখস্থ কোর্ট ইয়ার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলো।

তীব্র ঠান্ডা উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য কমিউনিটির লোকজন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

আটলান্টিক সিটির সিটি হল এর সন্মুখস্থ কোর্ট ইয়ার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img