আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।


পর্ষদ সভা সঞ্চালনা করেন মিস ওয়ালেস। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, সদস্য জন ডাবলিন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, মি. কাপলেস, মে ফিল্ড, কাজী লিটন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেনট ড: লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।
এছাড়া ছাত্র- ছাত্রীদের পক্ষে ও অভিভাবকদের পক্ষে কয়েকজন সভায় বক্তব্য রাখেন।
সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পর্ষদ সভায় ‘উইমেন্স হিস্ট্রি মাস’ পালন উপলক্ষে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেনট ড: লা কোয়েটা স্মলকে শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলের মহিলা অধ্যক্ষদের হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন সুপারইনটেনডেনট ড: লা কোয়েটা স্মল।


পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটি হাই স্কুল এর অধ্যক্ষ কনস্ট্যান্স চ্যাপম্যান সহ কয়েকটি এলিমেন্টরি স্কুলের অধ্যক্ষও পর্ষদ সভায় উপস্হিত ছিলেন।