শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের সাথে বিএএসজে নেতৃবৃন্দের মতবিনিময়

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের সাথে বিএএসজে নেতৃবৃন্দের মতবিনিময়

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- গত ২৯ জুন, বুধবার দুপুরে

নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়রের সাথে মতবিনিময় করার লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ তাঁর সাথে সাক্ষাতে মিলিত হন। আটলান্টিক সিটির সিটি হলস্থ মেয়রের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, ৫ম ওয়ার্ডের কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, মোক্তাদির রহমান, বিএএসজের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার, মোঃ হাসান,মোঃ শিহাব, আব্দুর রহিম, আবু নসর, মোঃ বেলালউদ্দীন, মাহবুব রহমান, মোঃ শাহজালাল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


বিএএসজে নেতৃবৃন্দ মাননীয় মেয়র মহোদয়ের সাথে বাংলাদেশ কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষত আইন শৃংখলা পরিস্হিতি নিয়ে বিশদ আলোচনা করেন।সংগঠনের নেতৃবৃন্দ তাঁদেরকে মতবিনিময় ও সাক্ষাতের সুযোগ দেওয়ায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ মেয়র মহোদয়কে বলেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁরা তাঁকে সবসময় পাশে পাবেন বলে আশা করেন।বিএএসজের উদ্যোগে আগামী ১৯ জুলাই, মংগলবার অনুষ্ঠিতব্য “বাংলাদেশ মেলা”য় তাঁকে অতিথি হিসাবে উপস্হিত থাকার আমন্ত্রণ জানালে তিনি সাগ্রহে রাজি হন।তাছাড়া তিনি বাংলাদেশ মেলার সফল সমাপ্তির লক্ষ্যে তাঁর প্রশাসনের সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া বিএএসজে নেতৃবৃন্দ আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের
মিলন কেন্দ্র “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এর উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতার প্রত্যাশার কথা জানালে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে মাননীয় মেয়র বিএএসজে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন,আইনশৃংখলা পরিস্হিতির উন্নতির লক্ষ্যে তাঁর প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহন করেছে, যার ফলশ্রুতিতে আগামী দিনগুলোতে আইন শৃংখলা পরিস্হিতির প্রভূত উন্নতি ঘটবে।
তিনি বলেন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সুখে-দুঃখে তাঁরা তাঁকে সব সময় পাশে পাবেন। তিনি আরো বলেন,বাংলাদেশি আমেরিকানরা আক্ষরিক অর্থেই আন্তরিক,বন্ধুবৎসল ।তাঁরা আমার সত্যিকারের বন্ধু।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img