শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeআমেরিকাআটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নৈশভোজে বিএএসজে নেতৃবৃন্দের অংশগ্রহন

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নৈশভোজে বিএএসজে নেতৃবৃন্দের অংশগ্রহন

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ষোল জুলাই, শনিবার রাতে নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র এর উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়। আটলান্টিক সিটির কনভেনশন হলে চলমান এনএএসিপির জাতীয় কনভেনশনে আগত নেতৃস্হানীয় ব্যক্তিবর্গের সৌজন্যে এই নৈশভোজের আয়োজন করা হয়।

আটলান্টিক সিটির ক্লারিজ হোটেলের রুফটপ রেষ্টুরেণ্টে অনুষ্ঠিত নৈশভোজে এনএএসিপির জাতীয় কনভেনশনে আগত অভ্যাগতরা ছাড়াও মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়রের আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অংশগ্রহন করেন।

এছাড়া আটলান্টিক কাউন্টির কমিশনার আরনেস্ট ডি করসি, এনএএসিপির আটলান্টিক সিটি চ্যাপ্টারের সভাপতি কাউন্সিলম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান অ্যারন রেনডলফ, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফানি মার্শাল, আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস এ সারকোস, জেফ ডরসি সহ বিভিন্ন কমিউনিটির নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

মাননীয় মেয়র মার্টি স্মল ও তদীয় পত্নী ডঃ লা কোয়েটা স্মল অভ্যাগতদের স্বাগত জানান এবং নৈশভোজে অংশগ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img