আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: সিয়াম সাধনার মাস মাহে রমজান। কালের পরিক্রমায় মুসলিম উম্মাহ্’র কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে প্রতি বছরই শুভাগমন করে পবিত্র মাহে রমজান। পাপমোচন আর সৎকাজ করার সুবর্ণ সুযোগ নিয়ে আসে পবিত্র রমজান। এক অনাবিল শান্তি ও চিরস্থায়ী মুক্তির পয়গাম নিয়ে আসে মাহে রমজান।
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়কে পবিত্র মাহে রমজানের শুভেচছা ও মোবারকবাদ জানিয়েছেন আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল সিনিয়র।
গত ২ এপ্রিল, শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ,ক্ষমা ও আত্মশুদ্ধির মাস।আজকের দিনটি আটলান্টিক সিটির জন্য একটি উল্লেখ্যোগ্য দিন, কারন আজ থেকে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাহে রমজান।আমাদের সবার প্রাণপ্রিয় শহর আটলান্টিক সিটির উন্নয়নে মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত যে অবদান রেখে চলেছে তাকে আমি কুর্নিশ করি। আমি আশা করি, ভবিষ্যতেও তাঁরা তা অব্যাহত রাখবেন। আমি আরো আশা করি, পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।