আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩০ মার্চ, বুধবার সন্ধ্যায় ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আটলান্টিক সিটি মার্চেণ্টস এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলকে সম্বর্ধিত করা হয়।

সংগঠনের সভাপতি আমীর কাশ্মিরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেহমান হাবীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট, চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, আটলান্টিক সিটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেমস সার্কোস, সংগঠনের সহসভাপতি সোহেল মালিক, সাইফ চৌধুরী,পর্ষদ পরিচালক আদিল মালিক, আবিদ কাইউম, নাঈম খান, বেনি প্রমুখ।

আলোচকরা আটলান্টিক সিটির ব্যবসা বানিজ্যের প্রসারে আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল এর সর্বাত্মক সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান। তাঁরা নিরাপদে ব্যবসা পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের সর্বাত্নক সহযোগীতা কামনা করেন।
সিটি মেয়র মার্টি স্মল ব্যবসা বানিজ্যের প্রসারে তাঁর সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।