আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত বাইশ জুন, বুধবার ছিল আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরনের দিন। আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হল আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যাও নেহাত কম ছিল না।



দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষনার সাথে সাথে তুমুল করতালিতে গমগম করে ওঠে বিশাল মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশী শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উওরসূরী বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থী আরিকা হাসান, সাউদ সেয়ুাম,ঐশী হায়াত,এস এম নাহিদুল ইসলাম প্রমুখ ।তারা মেধার স্বীকৃতিস্বরূপ মেধা তালিকার সেরা দশে গৌরবজনক স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।



আটলান্টিক সিটি হাই স্কুল এর অধ্যক্ষ কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান এর নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য সদস্যরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাএা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুল অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট ডঃ লা কোয়েটা স্মল , স্কুল বোর্ডের সহসভাপতি প্যাট্রিসিয়া বেইলি সহ অতিথিরা বক্তব্য রাখেন।



এরপর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহন করে। আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ বোর্ডের অন্যান্য সদস্যরা এবং স্কুলের সহ অধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এসময় তাদের অভিবাবকরা তুমুল করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দিত করেন। প্রায় দেড় ঘন্টারও বেশি সময়ব্যাপী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এর সমাপনী শেষে শিক্ষার্থীরা অভিবাবক ও বন্ধু- বান্ধবদের সাথে ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়ে।
এরপর তারা একরাশ সুখ স্মৃতি নিয়ে যার যার নীড়ে ফিরে যায়।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান।