শনিবার, জুন ৩, ২০২৩
Homeআমেরিকাইউক্রেনের হয়ে স্বেচ্ছায় যুুদ্ধে ৩ হাজার মার্কিনি

ইউক্রেনের হয়ে স্বেচ্ছায় যুুদ্ধে ৩ হাজার মার্কিনি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের আহ্বানে প্রায় ৩ হাজার মার্কিনি সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি। ইউক্রেন দূতাবাসের ওই প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। খবর বিবিসির। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠাচ্ছে না। তবে অস্ত্র সরবরাহ করে দেশটিকে সহায়তা করছে। এমনকি তারা রাশিয়া এবং দেশটির নেতাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছে। এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যুদ্ধে সাহায্যের জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি ‘আন্তর্জাতিক সেনাদল’ গঠনের আহ্বান জানান। সেসময় তিনি অনুমান করেছিলেন ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক ‘আন্তর্জাতিক সেনাদল’-এ যোগ দিতে রাজি হয়েছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img