আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ ঈদ পুণর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্হিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ইনক এর উদ্যোগে ‘ঈদ পুণর্মিলনী’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২২ মে, রবিবার রাতে । ঈদ পুণর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র কুরআন থেকে তেলাওয়াত , ইসলামিক আলোচনা ও ইসলামি সংগীত পরিবেশন।


অনুষঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাস প্রজন্মের মায়াজ বিন মাঈন, জিয়াফ হাসান।ইসলামী সংগীত পরিবেশন করেন প্রবাস প্রজন্মের ফাতিহা, তাহিয়াতুল, আরুফা, মারদিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: নূর নবী ও সভাপতিত্ব করেন মো: বুরহান উদ্দীন ।
ইসলামিক আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো: মানজুরুল ইসলাম, শেখ তৌফিক আজিজ প্রমুখ ।


ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির কার্যক্রম সুধীজনদের কাছে তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন। তিনি সুধীজনদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
অনুষ্ঠানে আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলার উপস্হিতি ছিল লক্ষ্যণীয় ।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি ইনক এর পক্ষে মো: ইকবাল হোসেন ও মো: আব্দুর রহিম ‘ঈদ পুণর্মিলনী’ অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।