আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : যুক্তরাষ্ট্রের প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে বসন্তের আগমনের জন্য।দীর্ঘ শীতের জীর্ণতা, নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন বসন্তে নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠে বিভিন্ন আনন্দ আয়োজনে।



তারই ফলশ্রুতিতে নিউজারসি অঙ্গরাজ্যের এগহারবার শহরে বসবাসরত প্রবাসীরাও মেতে উঠেছিল আনন্দ আয়োজনে।
গত ২০ মে , শুক্রবার সন্ধ্যায় এগ হারবারে অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান ।
প্রবাসী সিরাজুল ইসলাম ও মিসেস শামুর উদ্যোগে আয়োজিত নান্দনিক আয়োজনমালায় ছিল জম্পেশ আড্ডা , কথামালা, আবৃত্তি , সংগীত ও ভুরিভোজ।



দীর্ঘদিন পর প্রবাসীরা করোনাকালীন দু:সময় পেরিয়ে একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়ে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে।এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার।
এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । আবৃত্তি ও সংগীতের ডালা মেলে ধরেন প্রবাসী শিল্পীরা। বাচিক শিল্পী সুব্রত চৌধুরী স্বরচিত কবিতা আবৃত্তি করেন । জনপ্রিয় সংগীত শিল্পী শীলা মঞ্চে আসতেই প্রবাসীরা উল্লাসে মেতে ওঠেন। তিনি বাংলা, হিন্দি গান পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। সর্বশেষে মঞ্চ মাতান সংগীত শিল্পী তানজিনা ইসলাম।



এরপর কেক কেটে, আতশবাজি পুড়িয়ে প্রবাসীরা মেতে ওঠেন অন্যরকম আনন্দে।