আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত বাইশ জুন, বুধবার এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির মিলনমেলা সম্পন্ন হয়েছে।ঐদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এগ হারবার লেক ক্যাম্প গ্রাউন্ডে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।মিলনমেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, খেলাধূলা, প্রীতি ভোজ, জম্পেশ আড্ডা ইত্যাদি।


ঐদিন দুপুর থেকেই সংগঠনের সাথে সংযুক্তরা ও সংগঠনের শুভানুধ্যায়ীরা পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকে। দীর্ঘদিন পর সবাই মেতে ওঠে অনাবিল আনন্দে।বিশেষ করে প্রবাস প্রজন্মের শিশু- কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা খেলাধূলা শেষে নদীর স্বচ্ছ পানিতে জলকেলিতে মেতে ওঠে।বিভিন্ন রাইডে চড়ে নদীতে ঘুরে বেড়ায় ।মহিলারা মেতে ওঠে সুখ- দু:খের আলাপনে।



দুপুর গড়াতেই মধ্যাহ্ন ভোজের পর্ব শুরু হয়। হরেক পদের মুখরোচক খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেঁকুর তুলতে থাকে।খাওয়ার পাট চুকোতেই অনেকে মেতে ওঠে ক্রিকেট সহ বিভিন্ন খেলাধূলায়।
মিলন মেলার আয়োজকরা জানিয়েছেন, সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক আস্হা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই তাদের এই মিলনমেলার আয়োজন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মিলনমেলার সমাপ্তি ঘটে। একরাশ সুখ স্মৃতি নিয়ে সবাই ফিরে যায় যার যার ডেরায়।