কবি আনোয়ার সেলিমের প্রথম কাব্যগ্রন্থ ‘কুয়াশার রূপছায়া’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ১৯ মার্চ, শনিবার সন্ধ্যায় । নিউইয়র্ক এর ব্রুকলিনের সন্দ্বীপ এসোসিয়েশনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেফায়েত উল্লাহ্ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন কবি ও লেখক বেলাল বেগ এবং অনুষঠান সঞ্চালনায় ছিলেন লেখক সাংবাদিক আবু সাঈদ রতন। কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন লেখক সামছুদ্দীন আজাদ , কবি খালেদ সরফুদ্দীন এবং কবি মিশুক সেলিম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশ্রাফ উদ্দীন , নজরুল ইসলাম বাবুল, নুরুল আমিন, মজিবুল মওলা, নজরুল ইসলাম , শহীদ উল্লাহ্ ,নুরুল ইসলাম নজরুল,মোস্তফা কামাল ,হাজী মোহাম্মদ মোস্তফা ,লুৎফুল করিম ও ইসমত হক খোকন । এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন , জয়নুল আবেদীন , এসকেএম ফেরদৌস , চৌধুরী নবী ও আরো অনেকে । কাব্য গ্রন্হ থেকে আবৃত্তি করেন কবি শিবলী সাদিক ।

কবি আনোয়ার সেলিম তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাঁর এই বই প্রকাশে তাঁর স্ত্রী পারভীন আলম , কবি খালেদ সরফুদ্দীন ও সাহিত্য একাডেমি নিউইয়র্ক এর অনুপ্রেরনার কথা উল্লেখ করেন । বাংলাদেশ রাইটার্স ক্লাব ,যুক্তরাষ্ট্র , আয়োজক সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশান , সন্দ্বীপ এডুকেশান এন্ড কালচারাল সোসাইটি ইউএসএ, সীতাকুন্ড এসোসিয়েশন ইউএসএর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাব্যগ্রন্হটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচকরা বলেন, এই বইটি একটি অসাধারণ কাব্য গ্রন্হ , বইটির সবচেয়ে বড় আকর্ষণ শব্দসৈনিক বেলাল মোহাম্মদের হাতের লেখা শুভাশিষ ।
কাব্যগ্রন্থ ‘কুয়াশার রূপছায়া’ প্রকাশ করেছে অভিজাত প্রকাশনী সংস্হা ” আদিগন্ত প্রকাশন “। একাত্তরটি কবিতা নিয়ে প্রকাশিত বইটির মূল্য দুইশত টাকা , ইউএসএ তে দশ ডলার। কাব্যগ্রন্থটির প্রচ্ছদশিল্পী উত্তম সেন।