বুধবার, জুন ৭, ২০২৩
Homeপ্রধান সংবাদছুটি শেষে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

ছুটি শেষে স্বস্তিতে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল আজহার টানা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ফের যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
তবে বাড়ি যাওয়ার পথে অসহনীয় ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হলেও ফেরার পথ স্বস্তিদায়ক বলে জানিয়েছেন রাজধানীমুখী কর্মজীবীরা।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে মহাসড়কের আশেকপুর, রাবনা, পৌলী ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছেন পরিবহন শ্রমিকরা। নেই যানজট বা পরিবহনের ধীরগতি। অনেকটাই ফাঁকা সড়কে চলাচল করছে গণপরিবহন। চলাচল করছে অসংখ্য ব্যক্তিগত গাড়িও।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী সব যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। এছাড়া মহাসড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিকভাবে পুলিশ কাজ করে যাচ্ছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img