মাননীয় নেত্রী
গুণবতীবাসীর পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
প্রসঙ্গঃ প্রশাসনিক স্বীকৃতি চাই
চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে গুনবতী ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, যোগাযোগ, ব্যাবসা বানিজ্য, রাজনীতি, ধর্মকর্ম ও অন্যান্য বিষয়ে বেশ আগ্রগামী। বৃটিশ আমল থেকে একমাত্র সকাল বিকাল দৈনিক বাজারের সূচনা স্থল। এক সময় চিওড়া-কনকাপৈত থেকে সাতবাড়িয়া-ঢালুয়া-বক্সগঞ্জ পর্যন্ত সবাই ছিল গুনবতী কেন্দ্রিক। কংশরানীর গুনবতী তাঁর প্রাপ্ত আধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত। শুধু মাত্র প্রশাসনিক স্বীকৃতির অভাবে। গুনবতীবাসির গুনবতীর প্রতি অবহেলা, অবিচার, বেখেয়ালীপনা ও ঊর্ধ্বতম মহলের সুদৃষ্টি না থাকার কারনে দিন দিন গুরত্ব হারাচ্ছে ।
মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ.কে ফজলুল হক, মাওলানা ভাষানী সহ সবাই এখানে জনসভা করেছেন। আপনিও এসেছিলেন এই গুনবতীর মাটিতে। আজ আমাদের প্রশাসনিক পাওনা থেকে গুনবতীকে বঞ্চিত করে বিভক্তি করা হলে এটা হবে গুনবতীরবাসীর বুকে পেরেক মারার শামিল। তাই আজ গুনবতীবাসী যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুতি নিচ্ছে। আপনার সুদৃষ্টি কামনা করছি।
পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা রইলো।
- কুতুব জিলানীর ফেইচ বুক থেকে নেওয়া।