আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী:
কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মর্মান্তিক হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী স্মরণে আটলান্টিক সিটিতে স্মরণসভা ও আন্তঃধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।


গত ২৫ মে, বুধবার দুপুরে সিটি হলের সামনের কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত স্মরণসভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, কাউন্সিলম্যান মো: হোসাইন মোর্শেদ, কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী টিম আলেকজানডার সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কলিম শাহবাজ এর উদ্যোগে এই স্মরণ সভা ও আন্ত:ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়।


কলিম শাহবাজের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে এধরনের গর্হিত কাজ চিরতরে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
জর্জ ফ্লয়েডকে গ্রেফতারের সময় হাতকড়া পরিয়ে শোয়ানো অবস্থায় তাঁর ঘাড়ে পুলিশ কর্মকর্তা কর্তৃক হাঁটু গেড়ে বসার সময়ক্ষণ অনুযায়ী সভায় নয় মিনিট ঊনত্রিশ সেকেন্ড নীরবতা পালন করা হয় ।