আটলান্টিক সিটি, নিউজার্সী নভেম্বর ১৯। নিজস্ব বার্তা বাহক।
আজ ইগহারবার টাউনশীপের ৬০৯০ ব্লেক হর্স পাইকে অত্যান্ত জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে ফারমার্স ইন্সুরেন্সের সৈয়দ রামীম এজেন্সির শুভ উদ্ভোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ষ্টেট সিনেটর ভিনস পোলিষ্টিনা, এসেম্বলি ম্যান ডন গ্যাডিয়ান। ইগহারবার টাউনশীপের মেয়র পাউল হার্ডসন, আটলান্টিক সিটি কাউন্সিলম্যান আনজুম জিয়া ,গ্যালওয়ে কাউন্সিলম্যান মোহাম্মদ ওমর প্রমুখ উপস্থিত ছিলেন। ফারমার্স এন্সুরেন্স কর্মকর্তাদের মাঝে ডিষ্ট্রিক ম্যানেজার সেম কন্সোলাজিও, ফারমার্স এজেন্ট ষ্পেশালিষ্ট চারলেস ফক্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বাবুল, সেক্রেটারী জাকিরুল ইসলাম খোকা, কমিউনিটি নেতা রাজিব রাজপুত, সোহেল আহম্মদ, এমডি জামান, সৈয়দ কাউসার, আজিজুল ইসলাম ফেরদৌস প্রমুখ। এছাড়াও এতে প্রচুর অতিথির উপস্থিতি দেখা যায়।


আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ রমিন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সৈয়দ রমিন এবং কাজী লিটন।


আগত অতিথিরা সবাই তাদের শুভেচ্ছা বক্তব্যে সৈয়দ রামীম এজেন্সির সাফল্তা কামনা করেন। উল্লেখ্য অত্র এলাকায় অন্যান্য কমিউনিটির লোকদের জাকজমক ভারে ইন্সুরেন্স ব্যাবসায় দেখা গেলেও বাংলাদেশীদের সৈয়দ রামীম এজেন্সির মাধ্যমে ইন্সরেন্স ব্যাবসায় প্রথম পদার্পন। বাংলাদেশী কমিউনিটির লোকদের কাছে এমন একটি এজেন্সি প্রত্যাশিত ছিল। আটলান্টিক সিটি এলাকায় বিপুল সংক্ষক বাংলাদেশীর বসবাসের কারনে মুল ধারার রাজনীতিতেও বাংলাদেশীদের কদর বেড়েছে । সব মিলিয়ে রামীম এজেন্সির ব্যবসায়িক সকলতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।