নিউইয়র্ক ১৩ এপ্রিল। আজ জেকসন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে এবং নিউইয়র্ক এসেম্বলি ওমেন ক্যাটালিনা ক্রুজের সৌজন্যে জেকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় ইফতার বকস বিতরন করা হয়।


এসেম্বলি ওমেন ক্যাটালিনা ক্রুজ সভাপতি হারুন ভূইয়া সেক্রেটারি ফায়াদ সোলাইমান উপস্থিত সবার হাতে হাতে ইফতারের বক্স তুলে দেন।



জ্যাকসন হাইটসের ব্যাবসায়ীরা ছাড়াও স্থানীয় মুসলমানরা লাইলে দাঁড়িয়ে ইফতার বক্স সংগ্রহ করেন।