নিউইয়র্ক ৪ মার্চ: জেকসন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ী এসোসিয়শনের( JBBA) নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সারমিনা সিরাজ সোনিয়া।



সভাপতি হারুন ভুইয়া সাধারন সম্পাদক ফায়াদ সোলয়মান স্বাগত বক্তব্যে সেকশন হাইটসের ব্যাবসায়ীদের সার্থে নিজেদেরর সর্বচেষ্টা অব্যাহত রাখার অংগিকার ব্যক্ত করেন।



প্রধান অতিথির ব্যক্তব্যে সিনেট মেজরিটি লিডার চাকসুমার বাংলাদেশী কমিউনিটির ভুয়সী প্রসংসা করে বলেন এই কমিনিটির লোকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ও আমেরিকার উন্নয়নে নিরলস কাজকরে যাচ্ছেন। তিনি বাংলাদেশী কমিউনিটি ও জেকশন হাইটস ব্যাবসায়ীদের স্বার্থে কাজ করছেন ও ভবিষ্যতে তা অব্যাহত রাখনেন বলে জানান।



কমিউনিটির সব নেতৃবৃন্দকে একযোগে শপথ করানো হয়।



সুন্দর ও সফল এই অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন কামরুজ্জামান বকুল ও অন্যান্য শিল্পী বৃন্দ।



সব শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। জনৈক অতিথি বার বার “তোমরা আসল” বলে সবার দৃষ্টি কাড়েন।


