উইয়র্ক ৩০ সেপ্টেম্বর। নিজস্ব প্রতিনিধি। নিউয়র্কের ব্যাস্ততম জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় উম্মুক্ত মাঠে সনাতন ধর্মাবলম্বীদেরএবারের সমম্প্রিতির দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।চলছে সব আয়োজন প্রস্তুতি।


এসেছে মা প্রতিমা। এই পূজায় উল্লেখযোগ্য পৃষ্টপোষদের মাঝে রয়েছেন শিতাংশু গুহ, অসীমদে শংকর, দিনেশ মজুমদার , স্বীকৃতি বরুয়া, গোপাল সান্নাল,দেবাশিস দাস, হাসানুজ্জামান সাকি, সাদেক শিবলী ,বিপ্লব সাহা,মো :হানিফ, ফাহাদ সোলয়মান ,মো সাকিল মিয়া, নুরুল আমিন বাবু, মোহাম্মদ নমি প্রমুখ।


আয়োজনের প্রধান উপদেষ্টা ড, নূরনবী।এবারের এই সম্প্রতির পূজায় সব ধর্ম বর্নের লোকের ব্যাপক অংশগ্রহনে মুখরিত হবে তেমনি আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।