নিউইয়র্ক ৬ মার্চ: ৫ মার্চ শনিবার জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটি ইনক এর উদ্যোগে উড সাইডের কুইন্স প্যালেসে অভিষেক ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনপ্রিয় সংগীত শিল্পী রিজিয়া পারভীন ও শাহ মাহাবুব ও অন্যান্য শিল্পীদের একক ও যৌথ কন্ঠের গান সবাইকে মগ্ধ করেছে।


উল্লেখ্য উক্ত সংগঠনের সভাপতি জি আর চৌধুরী লিটু সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ। ( ছবি নিহার সিদ্দিকী)