শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Homeআমেরিকাজ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন এর নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন এর নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি জেকশন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ীদের সংগঠনের (JBBA) সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে যথাক্রমে হারুন ভূইয়া ও ফাহাদ সোলায়মান। এই উপলক্ষ্যে স্থানীয় নবান্ন পার্টি হলে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিক পরিচিতি সবা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিয়ার মোহাম্মদ ,পরিচালনা করেন আবুল কাশেম।

ইতিপূর্বে গঠিত কমিটিক নিয়ম বহিঃব্রুত সংগঠনের মর্যাদা হানি সহ নানা অভিয়োগে প্রত্যাক্ষ্যান করে প্রকৃত ব্যাবসায়ীদের নিয়ে নূতন কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে থেকে কারও সাথে বিরোধে না জড়িয়ে নিজেদের কর্মকান্ডের মাধ্যমে ব্যাবসায়িদের স্বার্থ মর্যাদা সুনাম রক্ষায় নিজেদের নিয়োজিত করার অংগিকার করা হয়। নব গঠিত কমিটির মেয়াদ থাকবে দুই বছর ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম সাবেক সাধারন সম্পাদক জামান কামরুল ইসলাম নবগঠিত কমিটির সভাপতি হারুন ভূইইয়া সাধারন সম্পাদক ফাহাদ সোলয়মান প্রমুখ।

উপদেষ্ঠা কমিটিতে যারা আছেনঃ প্রধান উপদেষ্টা এম এ আজিজ, ফরহাদ রেজা , নাজমুন নাহার রহমান, বদরুল হক, শিমুল হক, এম কে রহমান, সোহাগ আজম, জাকির এইচ চৌধুরী, রুহুল আমিন সরকার। এর্টনী মঈন চৌধুরী , আজিজুল হক চৌধুরী কমিটির অন্যান্যরা হলেন ঃ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনসুর চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট বাবু খান, আবু নোমান সাকিল, জেড আর চৌধুরী লিটু, নুরুল আমিন বাবু । যুগ্ন সম্পাদক আবুল কাশেম, মাহমুদ হোসেন বাদশা, ট্রেজারার সেলিম হারুন। সাংগঠনিক মোহাম্মদ আলম নামী ।স্বাংস্কৃতিক সম্পাদক মিঃ খোন্দকার সানত।সমাজ কল্যান- আনোয়ার হোসেন। অফিস সেক্রেটারী- মাসুদ রানা তপন। পাবলিকেশন সেক্রেটারী- শাহ চিশতি। পাবলিসিটি সেক্রেটারী -সুবল দেবনাথ। ওমেন এয়ফেয়ার্স নিলুফার শারমিন।

সদস্য- কামরুজ্জমান বাচ্চু, সাজিদ হোসেন, মাসুম বেপারী,শাখাওয়াত বিশ্বাস, সনাতন শীল, মোরশেদ এম মাসুদ, মোহাম্মদ ইদ্রিস, ইশতাক রুমি, আফতাবুর জামান শিমুল, তহিদুল ইসলাম রনি ও হুমাউন কবির। অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img