শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeআমেরিকাজ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ী এসোসিয়েশনের (JBBA) উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল।

জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ী এসোসিয়েশনের (JBBA) উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল।

নিউইয়র্ক ১৩ এপ্রিল। জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যাবসায়ী এসোসিয়েশনের (JBBA) উদ্যোগে স্থানীয় উডসাইডের গুলশান ট্যারসে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল।

তৎপর্য পূর্ণ রমজান মাসের বিশেষ এই আয়োজনে বিশ্বর মুসলাম সহ সবার জন্য দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন ভূইয়া। সহযোগিতা করেন সেক্রেটারী ফাহাদ সোলাইমান।

অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক হারুন সেলিম, ফজলে হোসেন বাদশা,চীপ কডিনেটর মাসুদরানা তপন,। এ’ছাড়া সংগঠনের কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটির সহ অন্যান্য সবাই উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার ভূমিকা রাখেন। সুন্দর এই অনুষ্ঠানে মূল ধারার রাজনীতিবিদ বাংলাদেশী কমিউনিটিতে সুপরিচিত মুখ এসেম্বলি ওমেন ক্যাথরিন ক্রুজ।

নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন লু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা রমজামে তাৎপর্য মুসলমানদের সুন্দর শিক্ষার প্রশংসা করেন। উপস্থিত অতিথি দের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়।

সব মিলেয়ে সুন্দর ইফতার ও দোয়া হলভর্তি উপস্থিতিতে একটা সফল অনুষ্ঠান বলা যায়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img