আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই পুরস্কার ঘোষণা করেন। ডিবি প্রধান হারুন অর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতের সামনে থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা হলো-আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান। এরা জাগৃতির প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী।
দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার
আরও খবর