বিশ্ব শোবিজের বাজারে চলছে অনলাইন প্লাটফর্ম ওটিটির জোয়ার। সময়ের চাহিদার কারণে এ জোয়ারে গা ভাসাচ্ছেন প্রায় সব দেশের নির্মাতা ও অভিনয় শিল্পীরা। এ সুযোগে বাংলাদেশ এখন দেশের বাইরেও তাদের কনটেন্টের বাজার তৈরি করার চেষ্টা করছে। অনেকটা পারছেও বলা যায়।
সেই স্রোতে এবার যুক্ত হচ্ছে আরও একটি ওটিটি প্লাটফর্ম ‘ঝাক্কাস’।
এরইমধ্যে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি। jhakkas.tv – এই ঠিকানায় লগইন করে বিনামূল্যেই উপভোগ করা যাবে এই প্লাটফর্মের কন্টেন্টগুলো। মূলত বাংলাদেশের পাশাপাশি বিদেশে প্রবাসী বাঙ্গালীদের টার্গেট করেই পথচলা শুরু করেছে বাংলাদেশি এই ওটিটিটি।
‘ঝাক্কাস’র হেড অব কন্টেন্ট নাজমুল হুদা শাপলা জাগো নিউজকে বলেন, ‘আমরা দেশ ও বিদেশে ছড়িয়ে থাকা বাঙালিদের বিনোদনের খোরাক মেটাতে হাজির হয়েছি। এখানে শুধুমাত্র বিনোদনভিত্তিক কন্টেন্ট পাওয়া যাবে। অনেক বড় পরিকল্পনা রয়েছে আমাদের ‘ঝাক্কাস’কে কেন্দ্র করে।
আপাতত এখানে দেখা যাবে নানা রকম ফিকশন। শিগগিরই নন ফিকশন কন্টেন্টও এখানে দেখতে পাবেন দর্শক।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘আপাতত আমরা ওয়েবসাইট আকারে এসেছি। শিগগিরই অ্যাপ হিসেবেও ডাউনলোড করেও ‘ঝাক্কাস’ উপভোগ করতে পারবেন সবাই।’
আপাতত ‘ঝাক্কাস’- এ দেখা যাচ্ছে বেশ কিছু নতুন পুরনো নাটক ও সিনেমা। শিগগিরই নতুন নতুন কন্টেন্ট এতে যুক্ত হবে।