সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
Homeপ্রধান সংবাদদেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়েছে দশমিক ১৬ শতাংশ

দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়েছে দশমিক ১৬ শতাংশ

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছে দশমিক ১৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ, আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৫ জন। গতকাল ২১ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬১ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকাল ১ দশমিক ০৮ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকালও ৩ জন মারা গিয়েছিলেন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯৮৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
আজ ঢাকা বিভাগে ২ জন ও খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img