শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Homeপ্রধান সংবাদদ্বাদশ টার্গেটে সম্মেলনবর্ষ, রোডম্যাপ করতে বৈঠকে বসছে আ. লীগ

দ্বাদশ টার্গেটে সম্মেলনবর্ষ, রোডম্যাপ করতে বৈঠকে বসছে আ. লীগ

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বছরের মধ্যে দলের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনসহ মেয়াদোত্তীর্ণ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় আওয়ামী লীগ। রোডম্যাপ চূড়ান্ত করতে চলতি মাসে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলন অনুষ্ঠিতে রোডম্যাপ করার পরিকল্পনার পাশাপাশি সরকারের দৃশ্যমান উন্নয়ন প্রকল্পগুলোর ফোকাসিং’কে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোরদার করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের নীতি-নির্ধারক কয়েকজন নেতা জানান, ২০২৩ সালের শেষের দিকে কিংবা ২০২৪ সালের শুরুর দিকে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। তার আগে চলতি বছরে আওয়ামী লীগের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সম্মেলন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। আগামী জুন মাসের মধ্যে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং নিজেরা সংশ্লিষ্টদের তাগাদা দিচ্ছেন। এদিকে এরইমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে সংসদের ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাই করার জন্য প্রাক-প্রস্তুতির অংশ হিসাবে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রমও শুরু হয়েছে। ১০ থেকে ১৫টি সূচকের ভিত্তিতে এই মাঠ প্রাক-প্রাইমারি মাঠ জরিপের কাজ দুইটি সংস্থার মাধ্যমে এগিয়ে রাখার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জাতীয় নির্বাচনের পূর্বেই বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এতে চলতি বছরে দৃশ্যমান হবে উন্নয়ন অবকাঠামো। যা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফোকাস পয়েন্ট হবে মনে করেন দলের নীতি-নির্ধারকরা। দলের নীতিনির্ধারক নেতারা জানান, চলতি বছর দলের দুইধাপে সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। জুন-জুলাই এবং অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর; এই দুই ধাপে সোহরাওয়ার্দী উদ্যানে

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img