নিজস্ব প্রতিনিধি
গত ৩০ ডিসেম্বর, ২০২২, শুক্রবার এগ হারবার সিটিতে ‘সুহৃদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন সন্ধ্যায় এগ হারবার সিটির একটি ভেনুতে কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম ও তাঁর পত্নী হুসমুন সুলতানার উদ্যোগে এই ‘সুহৃদ সমাবেশ’ এর আয়োজন করা হয়।


এই সুহৃদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান স্পটি রেনডফ, কাউন্সিলম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি হাই স্কুলের অধ্যক্ষ কনস্ট্যান্স চ্যাপম্যান,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল , পাকিস্তানী কমিউনিটি ব্যক্তিত্ব আমজাদ রহমান, ভেনিস পার্ক সিভিল সোসাইটির সহসভাপতি ফ্রেড গ্রানেজ, এটর্নি ডন কারেন, এটর্নি গোল্ড স্টেইন, সেলেসথা ফারনানদেজ প্রমুখ অংশগ্রহন করেন।




দলমত নির্বিশেষে বিভিন্ন কমিউনিটির লোকজন এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেওয়ায় এক পর্যায়ে তা সম্প্রীতি সমাবেশের রূপ নেয়।