রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
Homeপ্রধান সংবাদনুরজাহান মার্কেটে দোকানে আগুন

নুরজাহান মার্কেটে দোকানে আগুন

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের চলা সংঘর্ষের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে নুরজাহান মার্কেটের একটি দোকান। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে এই দোকানে আগুন লাগে। এতে মার্কেটের নিচ তলার সর্বদক্ষিণের কাপড়ের দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে থাকা দোকানদারদের অভিযোগ, তারা জরুরি সেবায় কল দিয়েও ফায়ার সার্ভিসের সাড়া পাননি। দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়িকে সেখানে যেতে দেখা যায়। এর আগে দোকানের কর্মী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় উভয় দিক থেকে পেট্রল বোমা ছোঁড়া হয়। এতে একটি পেট্রল বোমা চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে সেখানকার একটি দোকানে আগুন লেগে যায়। দোকান কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় করতে দেখা যায়। তারা পানি, অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। চন্দ্রিমা সুপার মার্কেটের ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর তাদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজও পাওয়া গেছে। সংঘর্ষের একপর্যায়ে বেলা ১১টার পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। সংঘর্ষ শুরুর দুই ঘণ্টার বেশি সময় পর ঘটনাস্থলে আসে বাড়তি পুলিশ। দুপুর সাড়ে ১২টার পর জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের ২০০ শতাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img