নিজস্ব প্রতিনিধি ; দু’দিনের স্নো ও তুষারপাতে নিউইয়র্ক, পার্শ্ববর্তী নিউজার্সীর ষ্টেটের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েগেছে। ষ্টেট ইমারজেন্সী ঘোষনার মাধ্যমে মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। মুলত গতকাল থাকে সবকিছু অচলপ্রায়। মানুষ কার্যত ঘরবন্দী। চারিদিকে স্নো আর স্নো। প্রচন্ডবেগে ঝড়ে যা শক্তস্নোতে রুপান্তরিত হচ্ছে। এলমাষ্ট হাসপাতাল পর্যন্ত আজ সকালে নোটিস লাগিয়ে বন্ধ করে রাখা হয়। প্রয়োজনীয় করোনা টেষ্ট নিয়েও মানুষের ভোগান্তি দেখা যায়।

বাংলাদেশী সনামধন্য ব্যাবসায়ী আবুলকালাম আযাদ( বাবু) আগামীকাল কাল দেশে ফেরত যাওয়ার জন্য করোনা( পিসিয়ার) টেষ্টের জন্য দুর্যোগের মধ্য পায়ে হেটে নানা জায়গায় ঘুরে ব্যার্থ চেষ্টা চালিয়ে যায়, একটি জায়গায় টেষ্ট করাতে সক্ষম হলেও আগামী কালের মধ্য তার রেজাল্ট পাবে কিনা সে চিন্তাও ঠান্ডায় শরীরের বরফ অবস্থা নিয়ে সংকিত।

স্থানীয় সিবিএসের ম্যানেজার বিশ্ব মনির সকালে পায়ে হেঁটে দোকানে যাওয়া নিয়ে শুধু নয়, পরিষ্কার করতে হবে সব স্নো-বরফ দোকান সংলগ্ন এলাকায়। নিউইয়র্ক নিউজার্সি অধিবাসীদের বরপ পরিষ্কার নিয়ে দুঃচিন্তার শেষ নেই।