আজিজ উল্লাহ নিউজার্সি থেকে:বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির ” উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউজার্সির অন্যতম সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির বার্ষিক বনভোজন। গত ২৪ জুলাই রবিবার অনুষ্ঠিত এ বনভোজনে নিউজার্সির বসবাসরত নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত ন্যাশনাল পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দ সহ পেনসিলভানিয়ার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন। নিউজার্সির বাংলাদেশি প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই মিলন মেলায় ছিল বাংলাদেশী রকমারি খাবার আয়োজন, খেলা-ধূলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

সংগঠনের বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী আজিজ উল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাহের ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাফর ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষা অনুরাগী নুরুল ওয়ারা বাহার এ ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাকিন আহমেদ সহ মো:জামান,নজরুল ইসলাম দুলাল,মোহাম্মদ হেসেন তারেক,নুর মোহাম্মদ সাইফ, ফরহাদ মিয়া,ইমতিয়াজ আহমেদ আরিফ খান,ইনতিয়াজ আহমেদ, মঈন উদ্দিন,মোহাম্মদ হাসান বাপ্পী,মাসুম আহমেদ,মো: রহমান,মোহাম্মদ জাহাঙ্গীর আলম,রাজিব চৌ:,মো: হাকিম পুতুল, কুসুম চৌধুরী,মোঃ: এম রহমান,মোঃ: মাসুদ, মোঃ এয়াসিন টিপু প্রমুখ।
আয়োজকরা জানান, বিপুল সংখ্যক বাংলাদেশি বনভোজনে অংশ নেন। বিকাল হতে প্রবাসীরা প্রাইভেটকার যোগে বনভোজন স্থলে সমবেত হতে থাকেন। এ সময় প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হন। দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। অনেকে ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। সূর্য্যের তেজ কমে আসতেই শুরু হয় বনভোজনের বিভিন্ন আয়োজনাদি। বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় খেলা-ধূলার। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবিব মিন্টুর পরিচালনায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশী আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে আজকের এই সুন্দর অনুষ্ঠান। তারা বলেন,নিউজার্সির প্রবাসী ভাই-বোনেরা একটি পরিবারের মত। সম্প্রীতি ও সৌহার্দ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে
এই সংগঠন। বনভোজনে বিশেষ করে সহযোগিতা করাই রিজওয়ানা সুলতানা, ইয়াসিন সালমা, হুমায়রা হিমু, তানসিন, মুন দুলাল,সেলিনা আক্তার, জাকিয়া তানিয়া, মমতাজ বেগম,দিলরুবা হারুন পপি, মুন্নি, জিনিয়া রিক্তা, নুপুর আলম, ফারহানা আহমেদ, নাসিমা আক্তার, মাসুমা ভূঁইয়া, সালমা জামান, নিজাম ভাবি সহ আরো অনেকর প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির সকলে। সংগঠনকে সামনে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
বক্তারা আরো বলেন, এ ধরণের আয়োজন নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার সুযোগ করে দেয়। তারা সকল পকার বিভাজন ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে আগামীতে এক সাথে বনভোজন করার পরামর্শ দেন।

এ উৎসব আয়োজনে প্রবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।