শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Homeআমেরিকাবাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শিল্প সাহিত্যের আসর অনুষ্ঠিত

বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শিল্প সাহিত্যের আসর অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী: গত ১১ জুন, শনিবার রাত নয়টায় (স্হানীয় সময়) বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার সপ্তম শিল্প সাহিত্যের আসর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। কবি মিশুক সেলিম এর সভাপতিত্বে ও খালেদ সরফুদ্দীন এর শুভেচছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

নান্দনিক এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কবি বেনজির শিকদার। তাঁর সঞ্চালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহন করেন।

প্রায় দুই ঘন্টা ব্যাপী স্থায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী লেখক, কবি, ছডাকার, বাচিক ও সংগীত শিল্পীরা কথামালা, ছন্দ, কাব্য ও সুরে অনুষ্ঠানে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে বিমোহিত করেন।

নান্দনিক এই আয়োজনে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারন সম্পাদক সানাউল হক, ইউসুফ রেজা, ডঃ নূরন্নবী, হাসান ফেরদৌস , সুব্রত চৌধুরী, দিনার মনি ,কবি গৌরাঙ্গ মোহান্ত, ফকির ইলিয়াস, বিমল সরকার, হোসাইন কবির, ইশতিয়াক রুপু আহমেদ, আনোয়ারুল হক লাভলু, দস্তগির জাহাংগির, শিব্বীর আহমদ, লালন নূর, রিপা নূর, রূপা খানম, রিমি রুম্মান, শিবলি সাদিক প্রমুখ অংশগ্রহন করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

সাম্প্রতিক খবর

সর্বাধিক পঠিত

- Advertisment - spot_img